ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মে ১৯, ২০২৩
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কন্ঠের সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের সখীপুর প্রতিনিধি সাজ্জাদ লতিফ।
এছাড়া সহসভাপতি পদে তাইবুর রহমান ও মতিউর রহমান। যুগ্ম সম্পাদক জুলহাস গায়েন ও জুয়েল রানা। অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান রিমন, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক পদে শরীফুল ইসলাম বাবুল ও দপ্তর সম্পাদক পদে মোস্তফা কামাল বিনা নির্বাচিত হয়েছেন।
এতে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বে ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, মানবজমিনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ