ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
“গাছ লাগান, পরিবেশ বাঁচান; অর্থনীতির প্রকল্প, নেইকো গাছের বিকল্প” ¯স্লোগানে ৪’শ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘোনারচালা উচ্চ বিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশিদ, কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম কামরুল হাসান, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন মাষ্টার। এছাড়াও বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলী আহম্মেদ তালুকদার, ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. আ. কাদের মুর্ত্তুজা, কালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান, সাবেক সদস্য শামসুল আলম, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, প্রতিটি ক্লাসরুম থাকবে মসজিদের মতো, পরিষ্কার-পরিচ্ছন্ন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তোমাদেরকে (শিক্ষার্থীদের) দক্ষতা অর্জন করতে হবে। সমাজের নানা স্তরে অবদান রেখে সফল ও স্বার্থক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
বক্তরা বলেন, বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। এ দেশে যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই, ফলে ঘনঘন প্রচন্ড দাবদাহ, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা নিজেরা গাছ লাগাবো ও অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। গাছের যতœ নিবো।
শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ