এক দফা আন্দোলনে নিষ্ক্রিয় টাঙ্গাইল শহর বিএনপি

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

এক দফা আন্দোলনে নিষ্ক্রিয় টাঙ্গাইল শহর বিএনপি

রহমাতুল্লাহ্, বিশেষ প্রতিনিধি:

অনেক হাক ডাক ও নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গঠিত হওয়া টাঙ্গাইল শহর বিএনপি দলীয় কর্মসূচি পালনে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

 

নাম প্রকামে অনিচ্ছুক টাঙ্গাইল জেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, বর্তমানে চরম ক্রান্তিলগ্নে দেশব্যাপি অবরোধ কর্মসূচি পালনে চরম ভাবে ব্যার্থতার পরিচয় দিয়েছেন টাঙ্গাইল শহর বিএনপি। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ঢিলেঢালা ভাবে অবরোধ কর্মসূচি পালনে জেলার অন্যান্য শাখার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবকদলের অংশগ্রহন থাকলেও দেখা যায়নি টাঙ্গাইল শহর বিএনপিকে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আযম খানের আশির্বাদপুষ্ট টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলীম ও সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ দলীয় কর্মসূচি পালনের পরিবর্তে কমিটি বাণিজ্য নিয়ে বেশী সময় পার করছেন।

 

সরকার বিরোধী কর্মসূচি পালনে বিগত দিনের চেয়ে বর্তমান টাঙ্গাইল শহর বিএনপি কমিটি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আরো জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জেল, জুলুম, হুলিয়া উপেক্ষা করে ব্যাপক ভাবে উৎসাহিত হলেও দিক নির্দেশনার অভাবে মাঠে নামতে পারতেছে না। টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি ও সম্পাদক নিজেরা তো মাঠে নামেনিনা নেতাকর্মীদেরও মাঠে নামার দিক নির্দেশনা দেননা। কোনো গ্রেফতার হলেও খোজখবর নেননা বলেও জানা গেছে। দলের দুঃহসময়ে গুরুত্বর্পর্ণ পদে থাকা এই ‍দুই নেতার প্রতি চরম ক্ষুব্ধ টাঙ্গাইল শহর বিএনপি ও ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget