নিশুতি রশ্মি : জলিল মুহাম্মদ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

নিশুতি রশ্মি : জলিল মুহাম্মদ

নিশুতি রশ্মি :
জলিল মুহাম্মদ

………….

বেলাটা সেদিন উঠেছিলো বুঝি
ঠিক পশ্চিম দিকে,
প্রকৃতির মহা তান্ডবলীলা
করেছিলো সব ফিকে।

সময় আমাকে দেয়নি সময়
করেছে কেবল ছল,
নিষ্ঠুরক্ষণ কেড়ে নিয়ে গেছে
দেহযন্ত্রের বল।

হিমালয় ধ্বসে মুচড়ে পড়েছে
তৃষিত বুকের মাঝে,
তৃষ্ণা মেটাতে শীতল সলিল
আসেনি কোনই কাজে।

অগণিত চোখে দেখেছি সেদিন
অক্ষম সহায়তা,
আহাজারি করে নিভৃতে শুনেছি
অন্তিম নিরবতা।

চিরতরে হায় নিভে গেছে মোর
নিশুতি রাতের আলো,
দেখবো না আর আলোকরশ্মি
যতোই প্রদীপ জ্বালো।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget